Thursday, March 20, 2025

ববি ছাত্রী মৃত্যুর ঘটনায় বাস চালক গ্রেপ্তার

আরও পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের ছাত্রী মায়েশা ফওজিয়া মিম নিহতের ঘটনায় ঘাতক বাসচালক মো. নুরুল ইসলাম গ্রেপ্তার হয়েছে। শুক্রবার ( ১ নভেম্বর) রাত ১১টায় চালককে পটুয়াখালী খাসেরহাট গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ।

বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা চালককে গ্রেপ্তার করেছি। তাকে আইনের মাধ্যমে যথাযথ শাস্তি প্রদান করা হবে।

এর আগে মঙ্গলবার (৩০ অক্টোবর) রাতে বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহত হন। বিশ্ববিদ্যালয়ের ভোলা রোড সংলগ্ন মোড়ে নারায়ণগঞ্জ এক্সপ্রেস নামে একটি বাস তাকে চাপা দেয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসটিতে আগুন দেন এবং ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

আরও পড়ুনঃ  জাতীয় নাগরিক কমিটিতে নতুন ৪০ সদস্য যুক্ত

সর্বশেষ সংবাদ