জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশ্ববিদ্যালয়টির পূর্বের নাম থেকে মুসলিম বাদ দেওয়া হয়। এখন আবারও মুসলিম শব্দটি যুক্ত করার দাবি জানাচ্ছেন নেটিজেনরা।
মূলত গতকাল মঙ্গলবার দীর্ঘ ৩৫ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের কমিটি প্রকাশ্য আসার পর থেকে আলোচনা শুরু হয়।
এরপর আজ বুধবার ছাত্রশিবিরের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারির এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি ছড়িয়ে পড়ে।
ওই স্ট্যাটাসে শিবির সেক্রেটারি জাহিদুল ইসলাম লিখেছেন, এই ভূখণ্ডে বিভিন্ন নাম থেকে ‘ইসলাম’ ও ‘মুসলিম’ শব্দ মুছে দেওয়ার অন্যতম ভিকটিম ‘জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়’।
আপনার মতামত লিখুনঃ