Monday, August 18, 2025

দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

আরও পড়ুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার তিনি পদত্যাগ করেন। একই সঙ্গে দুদকের দুই কমিশনারও পদত্যাগ করেছেন বলে জানান তিনি।

পদত্যাগ করা দুদকের দুই কর্মকর্তা হলেন কমিশনার (তদন্ত) আছিয়া খাতুন ও কমিশনার (অনুসন্ধান) জহুরুল হক।

আজ মঙ্গলবার বেলা আড়াইটার পর মঈনউদ্দীন আবদুল্লাহ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। মঈনউদ্দীন আবদুল্লাহ এ সময় সাংবাদিকদের বলেন, তিনি ও দুই কমিশনার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আরও পড়ুনঃ  ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী আটক

তবে ঠিক কী কারণে তাঁরা পদত্যাগ করেছেন, সে বিষয়ে কিছু জানাননি মঈনউদ্দীন আবদুল্লাহ।

২০২১ সালের ৩ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর নিয়োগের গেজেটে সই করেন। ওই সময় তিনি ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ