Monday, August 18, 2025

মধ্যরাতে হাসনাতের ‘রহস্যময়’ ফেসবুক পোস্ট

আরও পড়ুন

এবার আলোচনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর মধ্যরাতে দেওয়া এক রহস্যময় স্ট্যাটাস। দুই বাক্যের এই বার্তায় ধারণা করা হচ্ছে, রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য করেছেন এই ছাত্র নেতা।

রোববার (২৭ অক্টোবর) দিবাগত রাতে দেওয়া এই পোস্টে বলা হয়, ‘হয় এবার, না-হয় নেভার’। ওই পোস্টের কমেন্ট বক্সে তিনি অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের ‘সাহাবুদ্দিন চুপ্পু কেন থাকবে না?’ শিরোনামের একটি ভিডিও লিংকও দেন।

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ কিছু রাজনৈতিক দল দেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের দাবি করে আসছে। এ লক্ষ্যে দফায় দফায় বৈঠক করছে তারা। সর্বশেষ রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

আরও পড়ুনঃ  জিয়াউলসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পা হারানো লিমনের অভিযোগ

বৈঠক শেষে ‘রাষ্ট্রপতিকে অবশ্যই চলে যেতে হবে’ বলে মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এরপরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ওই রহস্যময় পোস্ট দিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ