রাজধানীর মোহাম্মদপুরে মিনি সুপার শপে ছিনতাইয়ের ঘটনায় বিশেষ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী। অভিযানে ইতোমধ্যে দুই কিশোর গ্যাংয়ের অন্তত ৪৫ জনকে আটক করা হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) রাত সোয়া ১১টায় শুরু হয় সেনাবাহিনীর এ অভিযান। সবশেষ খবর পাওয়া পর্যন্ত এ অভিযান চলমান রয়েছে। অভিযানে আরও আটক হতে পারে বলে জানা গেছে।
গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) রাতে বছিলায় একটি সুপার শপে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বেশ কয়েকজন যুবক। এ সময় তারা দোকানের কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা নিয়ে যায়।
আপনার মতামত লিখুনঃ