ছাত্রলীগ নিষিদ্ধের খুশিতে ঢাকা কলেজে গরু-খাসির ভোজ
ছাত্রলীগকে নিষিদ্ধ করার খুশিতে গরু এবং খাসির ভোজের আয়োজন করা হয়েছে ঢাকা কলেজে। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার পর আগে থেকে কিনে রাখা গরু-খাসি জবাই করা হয়েছে।
রাত দশটার পর হলপাড়ায় ভোজে অংশ নেবেন ১ হাজার ২০০ জনের বেশি শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থীরা এই আনন্দভোজের আয়োজন করেছেন।
সংশ্লিষ্টরা জানান, আনন্দভোজের জন্য কেনা গরুর দাম ৯৫ হাজার টাকা এবং ছাগলের দাম ১২ হাজার টাকা। আর জনপ্রতি টোকেন বিক্রি করা হয়েছে ১০০ টাকা করে।
শিক্ষার্থীরা বলেন, ছাত্রলীগ নিষিদ্ধের খবরে তারা খুশি হয়েছেন। দীর্ঘদিন ধরে ছাত্রলীগ দলীয় প্রভাবশালী সংগঠন হিসেবে শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে। অনেক ক্ষেত্রে যা শিক্ষার্থীদের পড়াশোনা এবং ক্যাম্পাসের পরিবেশের ওপর প্রভাব ফেলেছে।
আর ক্যাম্পাসে তাদের রাজনৈতিক কার্যক্রম প্রায়ই সংঘাত, সহিংসতা এবং নিয়মশৃঙ্খলার বিঘ্ন ঘটাতো। ফলে এমন কোনো সংগঠনের কার্যক্রম বন্ধ হওয়ায় শিক্ষার্থীরা স্বস্তি বোধ করছেন।