Friday, January 10, 2025

ভারতে পালাতে গিয়ে এস আলম গ্রুপের কর্মকর্তা গ্রেপ্তার

আরও পড়ুন

এস আলম গ্রুপের অর্থ পাচারে সহায়তা করার অভিযোগ থাকা সুজন কান্তি দে (৪৪) গ্রেপ্তার হয়েছেন1। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় গ্রেপ্তার হন তিনি।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম কালবেলাকে জানান, সুজন কান্তিকে থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। তিনি পাসপোর্টের মাধ্যমে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা রয়েছে। তাকে নেওয়ার জন্য আনোয়ারা থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  নির্বাচনে অংশ গ্রহণ নিয়ে মুখ খুললেন বেবী নাজনীন

সুজন কান্তি চট্টগ্রামের আনোয়ারা থানার মালঘর গ্রামের সঞ্জিত কান্তি দের ছেলে। তিনি ২৩ বছর যাবত এস আলম গ্রুপের কর্মকর্তা ছিলেন। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা রয়েছে।

সর্বশেষ সংবাদ