Monday, August 11, 2025

আপনাদের চেয়ে বেশি জানি, কোন উইকেটে কোন শট খেলতে হবে: শান্ত

আরও পড়ুন

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের পর প্রায়ই আলোচনায় আসে খেলোয়াড়দের শট সিলেকশনের বিষয়টি। প্রায়ই প্রতিকূল পরিস্থিতিতে উচ্চাভিলাষী শট খেলে উইকেট বিলিয়ে দলকে আর বিপদে ফেলার অভিযোগ আছে টাইগারদের বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ফের আলোচনায় টাইগারদের শট সিলেকশন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য উইকেটের অবস্থা অনুযায়ী সুইপ শট বা রিভার্স সুইপ শট খেলায় দোষের কিছু দেখেন না। খেলোয়াড়রা নিজেদের পরিকল্পনা অনুযায়ী শট খেলে থাকেন বলে তিনি মন্তব্য করেন।

ভারতের বিপক্ষে দুই টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশি ব্যাটারদের শট সিলেকশন ভুল ছিল বলে অনেকেই সমালোচনা করেছেন। অধিনায়ক শান্ত নিজেই একাধিক ম্যাচে সুইপ ও রিভার্স সুইপ শট খেলে আউট হয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামীকাল সোমবার (২১ অক্টোবর) থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের আগে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত উইকেটের অবস্থা অনুযায়ী সুইপ শট বা রিভার্স সুইপ খেলায় দোষের কিছু দেখেন না। উইকেট বিচারে এমন শট খেলে কেউ আউট হলে তাতে তার আক্ষেপ নেই বলেও মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কোন শট খেলতে হবে আপনাদের চেয়ে বেশি জানি।’

আরও পড়ুনঃ  জাবিতে শিবিরের মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া মিরপুর টেস্টে প্রতিপক্ষ বিবেচনায় যে স্পিননির্ভর উইকেট হচ্ছে তা অনেকটাই নিশ্চিত। এমন উইকেটে সাইডে শট খেলা গুরুত্বপূর্ণ বলে জানান শান্ত। তিনি বলেন, ‘যদি স্পিন হয়, সাইড শট খুব ইম্পরট্যান্ট। সুইপ, রিভার্স সুইপ। অনেকে এ ধরনের শট খেলতে গিয়ে আউট হলে অনেক ধরনের কথা আসে। এটাও বুঝতে হবে, এ ধরনের উইকেটে কোন শট ইম্পরট্যান্ট। এমন উইকেটে যে ধরনের শট খেলা জরুরী, খেলোয়াড়রা এসব শট খেলে আউট হলে আমার কোনো অসুবিধা নেই। খেলোয়াড়রা ঠিকভাবে প্রস্তুতি নিয়েছে।’

আরও পড়ুনঃ  ছাত্র-জনতার হত্যাকারী দুই শতাধিক কর্মকর্তা চিহ্নিত

শুধু টেস্ট ক্রিকেটেই নয়, অন্যান্য ফরম্যাটের ক্রিকেটেও উইকেট ও পরিস্থিতি অনুযায়ী শট খেলার পক্ষেই মত শান্তর। তবে মাঝে মাঝে যে শট নির্বাচনে ভুল হয়ে যায়, সেটি স্বীকার করেছেন তিনি। এ ক্ষেত্রে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিজের আউটের উদাহরণ টানেন তিনি।

শান্ত বলেন, ‘লাস্ট টি-টোয়েন্টিতে যে রিভার্স সুইপ খেলেছি ওটা লং শট ছিল। এটা আমি স্বীকার করি। ঐ শট ঐ উইকেটে, ঐ বোলিংয়ের বিপক্ষে প্রয়োজন ছিল না। এর আগে আমি যে রিভার্স সুইপ খেলে আউট হয়েছি, ঐ উইকেটে প্রয়োজন ছিল। চেন্নাইয়ে বেশিরভাগ ঐ শট খেলেই আউট হয়েছি। বল স্পিন হচ্ছিল।’

আরও পড়ুনঃ  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে দুই জনের পদত্যাগ

এ সময় শান্ত গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে বলেন, ‘আপনারা যারা আছেন, আমরা হয়ত আপনাদের চেয়ে বেশি জানি কোন উইকেটে কোন শট খেলতে হবে। এখন যদি আপনার জায়গায় প্রশ্ন করা শুরু করি, হয়ত ভুল হবে। এটা একটা বোকামি। এটা বলব না খেলোয়াড়রা ঠিক শট খেলেই আউট হয়। ভুল হয়, ঠিক হয়, এর মাঝামাঝি থাকার চেষ্টা করি। তবে সবারই একটা প্রপার গেম প্ল্যান থাকে।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ