ঝালকাঠির নলছিটি উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আবুল বাশার কাজী আওয়ামী লীগ ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে তাকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বরণ করে নেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আবুল বাশার পেশায় একজন কাজী। তিনি চাপে পড়ে দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি স্বেচ্ছায় ইসলামী আন্দোলনে যোগদান করেছেন।
ইউরোপ-আমেরিকায় শেখ হাসিনা সরকারের ভিত কাঁপিয়েছেন যারা
আওয়ামী লীগ নেতা আবুল বাশার কাজী কালবেলাকে বলেন, আমি দীর্ঘ ১০ বছর ধরে উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক পদে ছিলাম। কিন্তু কিছুই করতে পারিনি। অনেক নেতারা দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। মানুষ কয়দিন বাঁচেন। তাই চিন্তাভাবনা করে ইসলামী আন্দোলনে যোগদান করেছি। যতদিন বাঁচব ইসলামী আন্দোলন করেই বাঁচব