ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ভিমরুলের কামড়ে বাবা ও মেয়ের প্রাণ গেছে; এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নিহতের এক ছেলে।
শনিবার উপজেলার দুধনই এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ধোবাউড়া থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন।
নিহতরা হলেন- দুধনই বড় মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম (৪৮) ও তার মেয়ে লাবিবা আক্তার (৮)। আবুল কাশেমের ছেলে সিফাত উল্লাহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, দুপুরের পর আবুল কাশেম তার ছেলে সিফাত ও মেয়ে লাবিবাকে নিয়ে বন্যার পানি দেখতে নৌকায় করে ঘুরতে বের হন। এ সময় গাছের নিচ দিয়ে যাওয়ার সময় ভিমরুল তাদের ওপর আক্রমণ করে।
নৌকা তীরে ভিড়লে তাদের উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে লাবিবাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে বাবা ও ছেলেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবুল কাশেম মারা যান; এ ছাড়া সিফাতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।