Friday, January 10, 2025

ময়মনসিংহে ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের মৃত্যু, ছেলে হাসপাতালে

আরও পড়ুন

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ভিমরুলের কামড়ে বাবা ও মেয়ের প্রাণ গেছে; এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নিহতের এক ছেলে।

শনিবার উপজেলার দুধনই এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ধোবাউড়া থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন।

নিহতরা হলেন- দুধনই বড় মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম (৪৮) ও তার মেয়ে লাবিবা আক্তার (৮)। আবুল কাশেমের ছেলে সিফাত উল্লাহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, দুপুরের পর আবুল কাশেম তার ছেলে সিফাত ও মেয়ে লাবিবাকে নিয়ে বন্যার পানি দেখতে নৌকায় করে ঘুরতে বের হন। এ সময় গাছের নিচ দিয়ে যাওয়ার সময় ভিমরুল তাদের ওপর আক্রমণ করে।

আরও পড়ুনঃ  কানাডায় আ.লীগকে সংগঠিত করছেন হাইকমিশনার নাহিদা সোবহান, সমালোচনার ঝড়

নৌকা তীরে ভিড়লে তাদের উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে লাবিবাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে বাবা ও ছেলেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবুল কাশেম মারা যান; এ ছাড়া সিফাতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ‍ওসি।

আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ সংবাদ