Monday, August 18, 2025

পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ নিহত ৮

আরও পড়ুন

পিরোজপুরে একটি প্রাইভেটকার খালে পড়ে চার শিশুসহ আটজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে নাজিরপুর উপজেলার নুরানিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আটজনের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে। পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান কবীর এসব তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন মোহাম্মদ মোতালেব (৪৫), সাবিনা (৩০), মুক্তা (১২, শোয়ায়েব (০২), শাওন (৩২), আমেনা (২৫), শাহাদাত (১০) ও আব্দুল্লাহ (০৩)। তারা কুয়াকাটা থেকে শাওনের বাড়ি নাজিরপুরে যাচ্ছিলেন।

আরও পড়ুনঃ  শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

এসআই শাহজাহান কবীর বলেন, বুধবার দিবাগত রাত ৩টার দিকে কুয়াকাটা থেকে নাজিরপুর যাওয়ার সময় একটি প্রাইভেটকার নাজিরপুরের নুরানিঘাট এলাকায় খালে পড়ে চার শিশুসহ মোট আটজন নিহত হয়েছেন।

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। আটজনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের চিকিৎসক এ কে এম আসিফ আহমেদ জানান, প্রাইভেটকারটি খালে পড়ে গেলে খালের পানিতেই আট যাত্রীর মৃত্যু হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ