Friday, April 25, 2025

কক্সবাজার সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

আরও পড়ুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় সড়ক দুর্ঘটনায় এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রদল নেতা তাহাফিমুল হাসান তামিম (২১) ডুলাহাজারা ইউনিয়নের রংমহল গ্রামের মরহুম রুহুল আমিন সওদাগরের ছেলে। তামিম স্থানীয় ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং কক্সবাজার সরকারি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সামনে মহাসড়কে ট্রাক, ট্রাক্টর ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তামিম নিহত হন।

আরও পড়ুনঃ  বিএম কলেজের সমন্বয়ক শাহাবুদ্দিনকে হল থেকে বহিষ্কার

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কৌশিক আহমেদ তামিমের নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ