Thursday, March 20, 2025

‘সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার নির্দেশ দিলেন তারেক রহমান’

আরও পড়ুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন।’ মঙ্গলবার (১ অক্টোবর) ফেনী শহরের ট্রাংক রোডের জয়কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির সঙ্গে জেলা পূজা পরিষদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম আরও বলেন, স্বস্তিতে ও শান্তিতে সনাতন ধর্মাবলম্বীরা সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করতে পারে সেজন্য আসন্ন শারদীয় দুর্গাপূজায় মণ্ডপে মণ্ডপে পাহারায় থাকবে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সবার ঐকান্তিক প্রচেষ্টায় উৎসবমুখর পরিবেশে যেন পূজা নির্বিঘ্ন হয় এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

আরও পড়ুনঃ  নাশকতা নয়, পলকের নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়!

শামীম বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এবং কেউ যেন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে না পারে সেজন্য দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, দলীয় কেউ যদি পূজায় কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ দলীয়ভাবে বহিষ্কার ও বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে।

‘আ.লীগের নেতাকর্মীরাই পাহাড়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে’
বিশেষ অতিথির বক্তব্য দেন- চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হারন-অর রশীদ হারুন (ভিপি হারুন), বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন মজুমদার, মশিউর রহমান বিপ্লব।

আরও বক্তব্য দেন- ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেন্দ্রীয় সদস্য বিপ্লব পার্থ, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ খালেক, গাজী হাবিবুল্লাহ মানিক, আনোয়ার হোসাইন পাটোয়ারী, সদস্য অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী। জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হিরা লাল চক্রবর্তীর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহদেব চন্দ্র দাস ও তপন করের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য অ্যাডভোকেট সমীর চন্দ্র কর।

আরও পড়ুনঃ  রাতের মধ্যে ৯ জেলায় ঝড়ের পূর্বাভাস

এ ছাড়া জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল নাথ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক লিটন সাহা, জয়কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক তপন দাস, ফেনী সদর পূজা পরিষদের সভাপতি তপন বসাক, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর দেবনাথ, ফুলগাজী পূজা পরিষদের সভাপতি বিপ্লব কান্তি দত্ত, ছাগলনাইয়া পূজা পরিষদের সভাপতি শংকর সাহা, পরশুরাম পূজা পরিষদের সহ-সভাপতি প্রণতোষ বিশ্বাস, দাগনভূঞা পূজা পরিষদের সভাপতি প্রাণরঞ্জন কুরী, সোনাগাজী পূজা পরিষদের সভাপতি সমর দাস প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুনঃ  গাজীপুরে গাঁজাসহ বিক্রেতাকে আটক করল শিক্ষার্থীরা

এর আগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী জেলার প্রত্যেক পূজামণ্ডপের জন্য স্বেচ্ছাসেবক টিম গঠন করার লক্ষ্যে ফেনী জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে সদস্য সচিব আলাল উদ্দিন আলাল সঞ্চালনা করেন।

সর্বশেষ সংবাদ