Monday, August 18, 2025

কূটনীতিকের পেশায় ইতি টানলেন পিটার হাস, বাংলাদেশে ব্যবসা রয়েছে এমন প্রতিষ্ঠানে শুরু করবেন কাজ

আরও পড়ুন

কূটনীতিক হিসেবে দীর্ঘ ৩৩ বছরের জীবনে ইতি টানলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস। যুক্তরাষ্ট্রে বহুজাতিক প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি ইনকরপোরেশনে কৌশলগত উপদেষ্টা পদে কাজ শুরু করতে যাচ্ছেন চলতি অক্টোবরে। গত ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস (পররাষ্ট্র দপ্তর) থেকে অবসর নেন পিটার হাস। এর আগে, তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় দায়িত্ব পালন করেন এই পেশাদার কূটনৈতিক। খবর দ্য বিজনেস ওয়ার।

নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পিটার হাস যোগ দেওয়ার খবরটি জানিয়েছে এক্সিলারেট এনার্জি। গত ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসরে যান পিটার হাস। বাংলাদেশে এলএনজি সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে সমুদ্রে ভাসমান একটি টার্মিনাল আছে এক্সিলারেট এনার্জির। এর বাইরে আরও একটি টার্মিনাল নির্মাণের কথা রয়েছে তাদের। এ ছাড়া ২০২৬ সাল থেকে বাংলাদেশে এলএনজি সরবরাহে একটি চুক্তি সই করেছে এক্সিলারেট।

আরও পড়ুনঃ  ‘একাত্তরের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইব’

বিজ্ঞপ্তিতে এক্সিলারেট এনার্জির প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন কোবোস বলেন, কূটনৈতিক জীবনে যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পিটার হাস। ভূরাজনীতি ও বাজার সম্পর্কে তাঁর ভালো ধারণা আছে। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব বিশ্বজুড়ে এক্সিলারেটের গ্রাহকের জ্বালানি নিরাপত্তায় ভূমিকা রাখবে। এতে পিটার হাস বলেন, মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে এক্সিলারেট এনার্জি অবদান রাখছে।

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক এক্সিলারেট এনার্জি যুক্তরাষ্ট্রের টেক্সাসের উডল্যান্ডে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান। এলএনজি সরবরাহের পাশাপাশি এলএনজি রূপান্তরের ভাসমান টার্মিনাল, অবকাঠামো উন্নয়নে কাজ করে তারা। বাংলাদেশ ছাড়াও আরব আমিরাত, যুক্তরাজ্য, ব্রাজিল, আর্জেন্টিনা, ফিলিপাইন, সিঙ্গাপুরসহ বেশি কিছু দেশে ব্যবসা রয়েছে প্রতিষ্ঠানটির।

আরও পড়ুনঃ  ভারতের হোটেল রুমে পড়ে ছিল বাংলাদেশের সেরা ব্যাডমিন্টন আম্পায়ারের নিথর দেহ

এক্সেলারেট এনার্জির সঙ্গে পেট্রোবাংলার চুক্তি সই: গত বছর ৮ নভেম্বর মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট গ্যাস মার্কেটিং লিমিটেড পার্টনারশিপ (ইজিএমএলপি) থেকে ১৫ বছর মেয়াদে এলএনজি আমদানির জন্য চুক্তি সই করে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন-পেট্রোবাংলা। চুক্তি অনুযায়ী জানুয়ারি ২০২৬ থেকে প্রতিষ্ঠানটি এলএনজি সরবরাহ করবে।

সেদিন ঢাকার একটি হোটেলে পেট্রোবাংলা এবং যুক্তরাষ্ট্রের এক্সেলারেট এনার্জির মধ্যে এই দীর্ঘমেয়াদি এলএনজি বিক্রয়-ক্রয়, এলএনজি সম্প্রসারণ এবং পায়রা টার্মশিট চুক্তি সই হয়। চুক্তিতে পেট্রোবাংলার বোর্ড সচিব রুচিরা ইসলাম এবং যুক্তরাষ্ট্রের এক্সেলারেট এনার্জি কোম্পানির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট র‍্যামন ওয়াংদি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ