Tuesday, August 12, 2025

পটুয়াখালীতে ছাত্রদল নেতার গাড়িতে আগুন

আরও পড়ুন

পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন হাওলাদার এবং ইয়ামিন হাওলাদারের ব্যবহৃত প্রাইভেট কার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে পটুয়াখালী শহরের কলেজরোড এলাকার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা আগুন দিয়েছে সে বিষয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, আল আমিন হাওলাদার এবং ইয়ামিন হাওলাদার বিএনপি নেতা আবুল হাওলাদারের ছেলে। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় বিগত আওয়ামী লীগ সরকারে সময় এই পরিবারের সদস্যদের নামে প্রায় অর্ধশতাধিক মামলা দেওয়া হয়। একাধিক মামলায় তাদের অনেকেই কারাগারে গেছেন। এছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন তারা।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে আ.লীগ নেতাসহ ৩৩০৬ জনকে আসামি করে সেনাবাহিনীর মামলা

জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়ামিন হাওলাদার বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে আমার চাচাতো ভাই এসে জানায় যে তার গাড়িতে আগুন লেগেছে। খবর পেয়ে বের হয়ে সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেও পারিনি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা মনে করি এটা একটি পরিকল্পিত অগ্নিকাণ্ড। এ বিষয়ে আমরা থানায় লিখিত অভিযোগ করেছি।’

এ ব্যাপারে সদর থানার ওসি মো. জসিম বলেন, ‘অগ্নিকাণ্ডের বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ