Wednesday, July 23, 2025

ভারতে বাংলাদেশি তরুণী গ্রেপ্তার

আরও পড়ুন

ভারতে এক তরুণী গ্রেপ্তার হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম তাকে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি বলে পরিচয় দিচ্ছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই তরুণীর নাম রিয়া বারদে। তিনি আরোহি বারদে এবং বান্না শেখ নামেও পরিচিত। রিয়া অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা এবং যৌন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত বলে অভিযুক্ত। গ্রেপ্তারের পর রিয়াকে মুম্বাই থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে উলহাসনগরে হিল লাইন পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও নিউজ-১৮ এর প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্র পুলিশ ভারতের জাল পাসপোর্ট এবং অন্যান্য জাল নথিপত্রসহ রিয়াকে গ্রেপ্তার করে। বাংলাদেশি নাগরিক রিয়া পরিবার নিয়ে মুম্বাইয়ের আম্বারনাথ শহরের নেভালিতে অবৈধভাবে বসবাস করছিলেন। ভারতীয় এক ব্যক্তিই তাকে জাল পাসপোর্ট ও নথি বানাতে সহযোগিতা করেন। গোপন সংবাদের ভিত্তিতে মহারাষ্ট্রের উল্লাসনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে তার মা, ভাই এবং বোনের খোঁজ পাওয়া যায়নি। একটি সূত্র পুলিশকে জানিয়েছে, তারা কাতারে পালিয়ে গেছেন।

আরও পড়ুনঃ  সমালোচনার মুখে প্রসিকিউটর সিলভিয়ার নিয়োগ বাতিল

পুলিশ বলছে, রিয়া এবং তার সহযোগিদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট-১৯৪৬ এর ধারা ১৪ (এ) ও ভারতীয় দণ্ডবিধির অধীনে একটি মামলা করা হয়েছে। বাকিদের অবস্থান জানতে তদন্ত করছে পুলিশ। ভারতে থাকলে অবশ্যই পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হবে। এ ছাড়া রিয়ার কাছে পাওয়া নথি খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ