Monday, August 18, 2025

‘জামায়াতের কর্মীরা জীবন দিতে জানে, পালাতে জানে না’

আরও পড়ুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ময়দান থেকে পলায়ন করে না, তারা সাড়ে ১৫ বছর ধরে খুনি হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করে ময়দানে টিকে আছে। খুনি হাসিনা ভাবছিল জামায়াতের কর্মীদের হত্যা খুন করে শেষ করে ফেলবে। আজ বুমেরাং হয়েছে। রাজনৈতিক কারণে আল্লাহর দেওয়া নেয়ামত পর্যটন নগরীকে ধ্বংস করে দিয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালীর কলাপাড়া উপজেলা দক্ষিণ জোনের উদ্যোগে কুয়াকাটা পর্যটন ইয়ুথ ইন চত্বরে আয়োজিত কর্মী সভায় এসব কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা নিয়ে আইএসপিআরের বিবৃতি

তিনি আরও বলেন, মেধা ও সততার কবর দিয়ে তিনি ব্যর্থ রাষ্ট্র গঠন করার পাঁয়তারা করছিল কিন্তু তা ধূলিসাৎ করে আজ স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে আমাদের এ দেশ। ভয়ের দিন শেষ, সম্ভাবনার বাংলাদেশ।

জামায়াতে ইসলামী বাংলাদেশ কুয়াকাটা শাখার আমির মাওলানা মো. মাইনুল ইসলাম মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মুহম্মদ শাহ আলম, নায়েবে আমির অধ্যক্ষ আব্দুস সালাম খান, অ্যাড. নাজমুল আহসান, সেক্রেটারি অধ্যাপক এবিএম সাইফুল্লাহ, কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইউম, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের পুরোহিত ইঞ্জিনিয়ার নীহার রঞ্জন, মিশ্রীপাড়া সীমা বৌদ্ধ বিহারের পুরোহিত উত্তম মাহাথেরসহ অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  আ.লীগ আগামী ৫০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না : টুকু

কর্মীসভায় প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা ও বইয়ের স্টলে ভিড় লক্ষ করা গেছে। কর্মী সম্মেলন শেষে বিশিষ্ট ইসলামি সংগীত শিল্পী কবির বিন সামাদ ও সাইমুম শিল্পী গোষ্ঠীর সদস্যরা মনোজ্ঞ ইসলামী সঙ্গীত পরিবেশন করে।

উল্লেখ্য কুয়াকাটায় দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ