Sunday, July 27, 2025

আইফোন কিনে বন্ধুদের ট্রিট না দেওয়ায় ছুরিকাঘাতে হত্যা!

আরও পড়ুন

নতুন আইফোন কেনার পর ট্রিট চেয়েছিল বন্ধুরা। তাতে রাজি না হওয়ায় তিন বন্ধুর সঙ্গে লেগে যায় ঝগড়া। একপর্যায়ে এক বন্ধুর ছুরিকাঘাতে মারা যায় সে!

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, দিল্লির শাকারপুরে গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে শচীন নামের এক ১৬ বছর বয়সী কিশোর মারা যায়। হামলাকারী সবাই কিশোর এবং তার বন্ধু ছিল বলে জানায় পুলিশ।

পুলিশ জানিয়েছে, গতকাল সোমবার সন্ধ্যায় একটি মোবাইলের শোরুম থেকে আইফোন কিনে ফিরছিল শচীন। ওই সময় তার সঙ্গে ছিল আরেক বন্ধু। পথিমধ্যে আরও তিন বন্ধুর সঙ্গে তাদের দেখা হয়। ওই সময় তারা শচীনের কাছে ট্রিট চায়। কিন্তু শচীন ট্রিট দিতে রাজি হয়নি।

আরও পড়ুনঃ  পরকীয়ায় ক্ষিপ্ত হয়ে গলায় ছুরিকাঘাত, বাঁচানো গেল না স্ত্রীকে

ট্রিট দিতে রাজি না হওয়ায় তাদের সঙ্গে ঝগড়া শুরু হয় শচীনের। ওই সময় এক বন্ধু ছোরা দিয়ে আঘাত করে তাকে। তাতে আহত হয়ে হাসপাতারে নেওয়ার পথে শচীন মারা যায়।

পুলিশ বলছে, এরই মধ্যে এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। তবে অভিযুক্ত তিনজনকে এখনো গ্রেপ্তার করা যায়নি। সিসিটিভি দেখে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ