Monday, August 18, 2025

রাসুল (সা.) হলেন আমাদের জীবনের সেরা মডেল : শিবির সভাপতি

আরও পড়ুন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, রাসুল (সা.) হলেন আমাদের জীবনের সেরা মডেল। জীবনের যতটি দিক প্রয়োজন আমরা প্রত্যেকটি দিক আল্লাহর রাসুল (সা.)-এর কাছ থেকে গ্রহণ করতে পারি।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছাত্রশিবির নোয়াখালী শহর আয়োজিত সিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। নোয়াখালী জেলা জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার উদ্যোগে সিরাত সম্মেলন ও নাতে রাসুল (সা.) সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জে শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৪৮ জনের নামে হত্যা মামলা

মঞ্জুরুল ইসলাম বলেন, আওয়ামী দুঃশাসনের আমানতদারিতার নমুনা ছিল হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সেঞ্চুরি এবং সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের সংঘবদ্ধ ধর্ষণের ন্যক্কারজনক ঘটনা উল্লেখ করে তিনি বলেন, কি নৈতিকতার পরিচয় দিয়েছে তারা?

শিবিরের সভাপতি বলেন, প্রশাসন কেন কাজ করে না কারণ এতে ফ্যাসিস্টের দোসররা জড়িত। ছাত্রশিবির রাজপথে বীরের ন্যায় ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। আর কোনো ফ্যাসিস্ট যদি তাদের রূপে ফিরে আসে ছাত্রশিবির তার জনশক্তি, তাওহীদি জনতা ও মানুষকে নিয়ে রাজপথে থেকে মোকাবিলা করবে।

আরও পড়ুনঃ  দেশের জলসীমায় ভারতীয় ট্রলার’, খালি হাতে ফিরছেন উপকূলের জেলেরা

নোয়াখালী শহর শাখার সভাপতি আবু সায়েদ সুমনের সভাপতিত্বে ও সেক্রেটারি হাবীবুর রহমান আমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমির শিক্ষাবিদ ইসহাক খন্দকার।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা ফখরুদ্দিন, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা আবুল হাসেম মোল্লা। নাতে রাসুল (সা.) উপলক্ষে নাত পরিবেশনা করেন হিল্লোল শিল্পীগোষ্ঠী৷

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ