Friday, August 1, 2025

সিলেটে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

আরও পড়ুন

সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আকস্মিক বজ্রপাত শুরু হলে এ তিন উপজেলায় পাঁচজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

জানা গেছে, জৈন্তাপুর উপজেলায় দুপুর ১২টার দিকে বজ্রপাতে জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নুরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৩) এবং একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নান (৪৫) মারা যান। নাহিদ বাড়ির পাশে দাঁড়িয়ে ছিল, আর আব্দুল মান্নান মাঠে কাজ করছিলেন। বজ্রপাত তাদের ওপরে পড়লে ঘটনাস্থলে তারা প্রাণ হারান।

আরও পড়ুনঃ  দোকান কর্মচারী থেকে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ, স্বামীর চেয়ে এগিয়ে স্ত্রী

অন্যদিকে কানাইঘাট উপজেলায় বজ্রপাতে আরও দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের একজন হলেন লক্ষীপ্রসাদ ইউনিয়নের কেওটিহাওর গ্রামের আব্দুল মিয়ার ছেলে কালা মিয়া (৩০)। অন্যজন কানাইঘাট পৌরসভার বাসিন্দা। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।

এ ছাড়া কোম্পানীগঞ্জ উপজেলার পুটামারা গ্রামে বজ্রপাতে মারা যান নেজামুল হক (২০। স্থানীয়রা জানান, নেজামুল দুপুর সাড়ে ১২টায় নিজের খামার থেকে হাস নিয়ে পাশের হাওরে যাচ্ছিলেন। বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে তার মৃত্যু হয়।

জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

আরও পড়ুনঃ  দুর্গাপূজায় স্বেচ্ছাসেবক হতে চায় মাদ্রাসাছাত্ররা : ধর্ম উপদেষ্টা

কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, কানাইঘাটে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ স্থানে থাকতে হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ