Monday, August 18, 2025

ধর্ম নিয়ে কটূক্তি করায় যুবককে থানায় দিলো জনতা

আরও পড়ুন

কুষ্টিয়ায় ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করার অভিযোগে রেজবুল (২৮) নামে এক যুবককে আটক করে থানায় সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার রাত সাড়ে ৭টার দিকে রাকিবুলকে আটক করেন স্থানীয়রা। কুষ্টিয়ার ছয়রাস্তার মোড় এলাকায় ওষুধের দোকান রয়েছে রেজবুলের।

জানা গেছে, রেজবুল বিভিন্ন সময় তার ফেসবুক পেজে ইসলামি দলগুলোকে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দেন। ইসলামে অধিক বিয়ে করাসহ এবং সন্তান জন্ম দেওয়ার বিষয়ে বৈধতা দেওয়ার বিষয়কে নিয়ে কটূক্তি করে বিতর্ক সৃষ্টি করেন। মুসলমানরা ৩ থেকে ৪টি বিয়ে করতে পারবে বলে ইসলামি দলগুলোকে হেয় প্রতিপন্ন করেন। বিষয়টি স্থানীয় এলাকাবাসীর নজরে আসলে তাকে করে থানায় সোপর্দ করেন এবং তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

আরও পড়ুনঃ  খালেদা জিয়ার ছবি টানিয়ে জামায়াত কর্মীর দোকান দখল বিএনপির

পরে পুলিশ প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কটূক্তিকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়ে এলাকাবাসীকে শান্ত করে।
সুত্রঃ ডেইলি বাংলাদেশ

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ