Tuesday, March 18, 2025

জুমার খুতবা দেওয়ার সময় ইমামের মৃত্যু

আরও পড়ুন

সিলেটের গোলাপগঞ্জে জুমার নামাজের খুতবা দেওয়ার সময় মাওলানা মুহিবুল হক নামে এক ইমামের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহিবুল হক জুমার নামাজের দ্বিতীয় খুতবার দেওয়ার সময় অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়লে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর ধরে ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মাওলানা মুহিবুল হক। এর আগে তিনি উপজেলার চৌঘরী জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে শুক্রবার জুম্মা নামাজের পরে তিনি মসজিদ থেকে বিদায় নেওয়ার কথা ছিল। সেজন্য শেষ জুম্মার নামাজ ওই মসজিদে পড়ার জন্য খুতবা পাঠ করছিলেন। প্রথম খুতবা পাঠ শেষে দ্বিতীয় খুতবার সময় অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন। এলাকাবাসী তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  দেশের জলসীমায় ভারতীয় ট্রলার’, খালি হাতে ফিরছেন উপকূলের জেলেরা

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফাজিলপুর গ্রামের ইউপি সদস্য সুলতান আহমদ মজনু। তিনি জানান, তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গোলাপগঞ্জ থানার ওসি আবু নাসের কালবেলাকে বলেন, জুম্মার নামাজের খুতবা দেওয়ার সময় মসজিদের ইমাম অসুস্থ অবস্থায় তার মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ