Monday, August 18, 2025

ধানখেতে মিলল ৩টি ‘রাসেলস ভাইপার’

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গমেরচর এলাকার একটি ধানেরখেতে ৩টি রাসেলস ভাইপার সাপের সন্ধান পাওয়া গেছে। পরে সাপগুলো পিটিয়ে হত্যার পর সেখানেই পুঁতে ফেলে কৃষকরা। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকের উপজেলার পাঁকা ইউনিয়ের গমের চর এলাকার ইব্রাহিম হোসেনের ধানের জমিতে সাপগুলো উদ্ধার করা হয়।

কৃষক ইব্রাহিম হোসেন জানান, তিনদিন আগে তার জমির ধান কেটে গুচ্ছ করে আটিঁ বেঁধে জমিতে ফেলে রাখে শ্রমিকরা। সকালে শ্রমিকরা কেটে রাখা ধানের আটিঁগুলো আনতে গিয়ে সাপগুলো দেখতে পায়। পরে শ্রমিকরা একত্রিত হয়ে সবগুলো সাপ মেরে ফেলে এবং ওখানেই মাটিতে পুঁতে ফেলে।

আরও পড়ুনঃ  দেশবাসীকে যে ফাঁদে পা না দিতে আহ্বান জানালেন রাশেদ খান

শ্রমিক সৈবুর রহমান জানান, ধানের ওই জমিতেই মঙ্গলবার নয়টি সাপ পাওয়া যায়। এর পরদিন বুধবার সকালে আবারও তিনটি সাপ পাওয়া গেছে। এতে করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে

এ ব্যাপারে পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, পদ্মা নদীর ধারে গমেরচর এলাকাটি পদ্মা নদীর ধারে হওয়ায় সাপের উপদ্রব বেড়েছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল ইমরান গণমাধ্যমকে জানান, সাপ উদ্ধারের ঘটনাটি তার জানা ছিল না। তিনি বলেন, বিষয়টি খোঁজ নিচ্ছেন এবং আসলেই সাপগুলো কোন প্রজাতির তা চিহ্নিত করার পর ব্যবস্থা নেয়া হবে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে বিষয়টি খোঁজ নেওয়ার জন্য তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ