Monday, August 18, 2025

মামলার আসামি হলেন ক্যান্সারে মারা যাওয়া ছাত্রলীগ নেতা

আরও পড়ুন

এবার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মৃত ছাত্রলীগ নেতার নাম শফিকুল ইসলাম। তিনি পৌর ছাত্রলীগের সহসম্পাদক ছিলেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জামালপুর সদর থানায় পৌরশহরের ফুলবাড়িয়া দড়িপাড়ার হায়দার আলী নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় জামালপুর সদর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুসহ ৮৩ জনের নাম উল্লেখ করে আরও ১৬০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

আরও পড়ুনঃ  সারা দেশে কমিটি গঠন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

মৃত শফিকুল ইসলাম জামালপুর পৌরশহরের পালপাড়ার মৃত নুরুল মেম্বারের ছেলে।

২০২২ সালের ২০ সেপ্টেম্বর সফিকুল ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শফিকুলের ছোট ভাই রফিকুল জানান, প্রায় বিশ বছর আগে বড় ভাই পৌর ছাত্রলীগের সহসম্পাদক ছিলেন। তারপর দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় ছিলেন না। দুই বছর আগে ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। একমাত্র মেয়ে সন্তান নিয়ে ভাবী সংসার করছে। প্রতিবেশীরাও শফিকুলের দুই বছর আগে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ  যেভাবে গ্রেপ্তার হলেন আ. লীগের সাবেক এমপি আফজাল

মামলার বাদী হায়দার আলী ও তার দুই সহযোগীকে অভিযুক্তরা মারধর করে আটত্রিশ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে হত্যার হুমকি দেয় বলে অভিযোগে বলা হয়েছে।

১৮৬০ সালের প্যানাল কোডের ১৪৩/১৪৮/৩২৩/৪২৭/৩৭৯ ও ৫০৬(২) ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

মামলার বাদী হায়দার আলীকে মামলার বিষয়ে জানতে চেয়ে ফোন করা হলে তিনি জানান, পরে সাক্ষাতে কথা বলবেন।

জামালপুর সদর থানার ওসি মহব্বত কবির কালবেলাকে জানান, এ ব্যাপারে মামলার বাদী ভালো বলতে পারবে। মৃত মানুষের নামে মামলা দেওয়া হয়ে থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ