Monday, August 18, 2025

সালমান এফ রহমান ও মানিককে নিয়ে সমালোচনা, মাদরাসা শিক্ষক বরখাস্ত

আরও পড়ুন

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সালমান এফ রহমানকে নিয়ে সমালোচনা করায় নড়াইলে মুফতি এম হেদায়েত হোসাইন নামে এক মাদরাসা শিক্ষক ও ইমামকে বরখাস্ত করার অভিযোগ উঠেছে।

সোমবার (২ সেপ্টেম্বর) ওই শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিলে এ তথ্য ফাঁস হয়।

এর আগে, রোববার (১ সেপ্টেম্বর) নড়াইল পৌরসভার উজিরপুর নুরানি মাদরাসায় ঘটনা ঘটে৷ এদিনই ওই মসজিদ-মাদরাসা ছাড়েন হেদায়েত হোসাইন।

ভুক্তভোগী মুফতি এম হেদায়েত হোসাইন ওই মাদরাসার শিক্ষক এবং মাদরাসা সংলগ্ন উজিরপুর দক্ষিণপাড়া জামে মসজিদের ইমামতি করতেন। সেখান থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ  শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচির আহ্বান হাসনাত আবদুল্লাহর

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হেদায়েত হোসাইন ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের কাজ করেছিলেন। তখন থেকে মসজিদ কমিটির লোক তাকে চাপ দিতে থাকেন৷ এরপর তিনি আওয়ামী লীগ সরকার পতনের দিন মসজিদের মুসল্লিদের মিষ্টিমুখ করিয়েছিলেন। তারপর থেকে জুমার খুতবায় দুর্নীতিবাজ মন্ত্রীদের বিরুদ্ধে, বিশেষ করে সালমান এফ রহমান ও বিতর্কিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে নিয়ে সমালোচনা করেন। এরপর তাকে মাদরাসার শিক্ষক ও মসজিদের ইমামতির পদ থেকে বরখাস্ত করে ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি।

আরও পড়ুনঃ  বাংলা পড়তে পারেন না সালমান এফ রহমান!

এদিকে অভিযোগের ব্যাপারে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হোসেন আলী বলেন, ওই শিক্ষকের পড়ানো নিয়ে মাদরাসা শিক্ষার্থীদের অভিভাবকদের অসন্তোষ ছিল। এ জন্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে বাদ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ