Monday, August 18, 2025

সীতাকুণ্ডে পিকআপের চাকায় পিষ্ট হয়ে বাবা-মেয়ে নিহত

আরও পড়ুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে পিকআপের চাকায় পিষ্ট হয়ে বাবা ও মেয়ে নিহত হয়েছে। শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সলিমপুরের সি সাইড ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সলিমপুর ইউনিয়নের উত্তর সলিমপুর গ্রামের মোল্লা বাড়ির মফিজুর রহমান বুলুর ছেলে মো. কাউসার (৪২) ও মেয়ে তাহিমা (৫)। এ সময় আহত হয়েছে বড় মেয়ে তাওরিত (১৩) নামে আরও এক তরুণী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কাউসার মোটরসাইকেল করে তার দুই মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকার সিসী সাইড ফিলিং স্টেশনের সামনে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় কাউসার। আহত দুই মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ছোট মেয়ে তাহিমা মারা যায়। বর্তমানে বড় মেয়ে তাওরিত চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার শারীরিক অবস্থাও আশঙ্কাজনক।

আরও পড়ুনঃ  বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কীকরণ কেন্দ্রের নতুন বার্তা

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, একটি মোটরসাইকেলকে পিকআপে ধাক্কা দিলে ঘটনাস্থলে কাউসার মারা যায়। অপর দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরেকজন মারা যায়। এ ঘটনায় ঘাতক পিকআপ ও চালক স্বপনকে আটক করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ