Wednesday, March 19, 2025

কক্সবাজারে বিপুল অস্ত্রসহ আ.লীগ নেতা আটক

আরও পড়ুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার আলোচিত ধলঘাট ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আহাসান উল্লাহ বাচ্চুকে বিপুল অস্ত্রসহ আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১০টায় ধলঘাট ইউনিয়নের মুহুরি পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজতে থাকা বিপুল দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

জানা যায়, গত ইউপি নির্বাচনে নৌকা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আহাসান উল্লাহ বাচ্চু এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। তার সন্ত্রাস বাহিনী দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন চিংড়ি ঘের দখল ও ডাকাতিসহ সরকারি সাইক্লোন শেল্টার দখল করে রাখার অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  চাঁদাবাজির অভিযোগে বিএনপির সাবেক মেয়রকে শোকজ

এ বিষেয়ে মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, এ বিষয়ে এখনো কাউকে থানায় আনা হয়নি। তবে বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ সংবাদ