Monday, August 18, 2025

দীপু মনি ও তার ভাইয়ের বিরুদ্ধে নাশকতার মামলা

আরও পড়ুন

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এবং তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুসহ ৩৮২ জনের নাম উল্লেখ করে নাশকতা মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) মামলাটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ মুহসীন আলম।

মামলার বাদী পৌর ৮নং ওয়ার্ডের কোরালিয়ার সামসুল হক হাওলাদের ছেলে মো. সেলিম মিয়া (৪৫)।

মামলার এজাহারে বলা হয়, দীপু মনি, তার ভাই জেলা আওয়ামী লীগের সহসভাপতি টিপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান এবং চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীর সুমনের হুমুকের মদদে গত ১৮ জুলাই আনুমানিক সন্ধ্যা ৭টায় শত শত নেতাকর্মী দেশীয় অস্ত্রসহ শহরের মুনিরা ভবনে হামলা, মালামাল লুটপাট, ভাঙচুর ও ভবনে অগ্নিসংযোগ করে। ভবনের মালিক জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক তখন চিকিৎসার জন্য বাইরে ছিলেন।

আরও পড়ুনঃ  খাগড়াছড়িতে গুজব ছড়িয়ে শিক্ষককে পিটিয়ে হত্যা

মামলার এজাহার সূত্রে জানা যায়, যাদের নাম মামলার তালিকায় উঠেছে তারা সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের বর্তমান ও সাবেক নেতা। অধিকাংশই চাঁদপুর পৌর ও সদর উপজেলার আওতাধীন আওয়ামী লীগের নেতাকর্মী।

এদিকে মামলা প্রসঙ্গে ভুক্তভোগী জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমি কখনো কারো সঙ্গে অমানবিক আচরণ করিনি। শুধু রাজনীতির কারণে প্রতিহিংসাবশত আমার বাড়িতে এই হামলা হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ন্যায় ও সুষ্ঠু বিচার প্রত্যাশা করছি।

আরও পড়ুনঃ  পাবনা মেডিকেলের ২২ সদস্যের ছাত্রদল কমিটির ১১ জনই ছাত্রলীগ নেতা!

এদিকে মামলার বিবাদীদের সবাই আত্মগোপনে থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মুহাম্মদ মুহসীন আলম বলেন, আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে এখনো কাউকে এ মামলায় গ্রেপ্তার করা হয়নি। একইসঙ্গে নিরপরাধ কেউ যেন হয়রানি না হয় সেদিকেও নজর রাখা হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ