Tuesday, August 12, 2025

সেনাবাহিনীর হাতে ডাকাত আটক

আরও পড়ুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক ডাকাতকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে এলাকাবাসী ও ছাত্র-জনতার উপস্থিত টের পেয়ে ডাকাত চক্রের বাকি সদস্যরা পালিয়ে যায়।

বাংলাদেশ সেনাবাহিনী শ্রীমঙ্গল ক্যাম্প সুত্রে জানা যায়, শনিবার (১০ আগস্ট) ভোরে শ্রীমঙ্গল কলেজ রোড এলাকায় ডাকাতরা হানা দেয়। পরে তাদের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী ডাকাত দলের এক সদস্যকে আটক করে সেনা ক্যাম্পে খবর দেয়। এক পর্যায়ে সেনাবাহিনীর একটি টিম ডাকাতকে তাদের হেফাজতে নেয়।

আটক ডাকাতের নাম সাগর সাওতাল (২৮) স্থানীয় কিশোর সাঁওতালের ছেলে।

আরও পড়ুনঃ  অমিত শাহকে ‘হনুমান’ বললেন বরুণ ধাওয়ান

শ্রীমঙ্গল আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মো. মেজবাউর রহমান বলেন, আটক সাগর এর আগেও একাধিকবার ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। ওইসব ঘটনায় তিন কারাগারেও ছিলেন।

শ্রীমঙ্গল থানার কার্যক্রম স্বাভাবিক না হওয়ায় তাকে সেনা ক্যাম্পেই রাখা হয়েছে।

তিনি বলেন, ডাকাত দলের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। একইসঙ্গে শ্রীমঙ্গল উপজেলায় সার্বক্ষণিক টহল জোরদার রয়েছে।

তিনি আরও বলেন, চুরি-ডাকাতি বা যেকোনো বল প্রয়োগের অপরাধ হলে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ