Tuesday, August 12, 2025

ডেমরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আরও পড়ুন

রাজধানীর ডেমরায় আবু সাঈদ নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি ৬৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ছিলেন।

শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

আবু সাঈদ (৩২) ডেমরা আমতলা বাহির টেংরা এলাকার সিকান্দার আলীর ছেলে।

নিহতের মামা আপেল মাহমুদ বলেন, সাঈদ ডেমরা ৬৭ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ছিল। সন্ধ্যার দিকে চায়ের দোকানে চা খাওয়ার সময় হঠাৎ দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  যে পরিচয়ে ভাড়া বাসায় থাকতেন ময়মনসিংহে গ্রেপ্তার আরসার সদস্যরা

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ডেমরা থেকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ