Sunday, August 17, 2025

দেশ ছেড়ে পালালেন পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান

আরও পড়ুন

শেখ হাসিনার পদত্যাগের খবরের পরপরই দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন পঞ্চগড় চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ।

সোমবার (৫ আগস্ট) বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশন হয়ে দেশ ত্যাগ করেন তিনি। ইমিগ্রেশন পার হয়ে ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হন এ ব্যবসায়ী নেতা। এ সময় বাংলাদেশ ৫-৭ বছর পিছিয়ে গেল বলে মন্তব্য করেন তিনি।

আব্দুল হান্নান শেখ আওয়ামী লীগ ঘেঁষে ব্যবসা পরিচালনা করলেও তার রাজনৈতিক সংশ্লিষ্টতা তেমন নেই। তবে ঠিক কী কারণে সরকার পতনের দিনই ভারতে গেলেন এ ব্যবসায়ী তা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুনঃ  আন্দোলনে নিহত আবুলের বোনের জন্য একটি হুইল চেয়ার প্রয়োজন

ভারতীয় গণমাধ্যমে দেওয়া আব্দুল হান্নান শেখের সাক্ষাৎকারের একটি ভিডিও কালবেলার হাতে এসেছে। সেখানে তাকে বলতে শোনা যায়, ২০ বছরের যে ক্ষোভ ছিল সেটার কারণে এ অবস্থা। এর কারণে বাংলাদেশে একটি অস্থিরতা তৈরি হলো। আমরা মনে করি ৫-৭ বছর আমরা পিছিয়ে গেলাম, এটা আমাদের দুর্ভাগ্য। আ.লীগের পার্টি অফিসসহ বিভিন্ন ভাঙচুর আমি মনে করি আমাদের জন্য মঙ্গলময় নয়।

বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ অমৃত অধিকারী কালবেলাকে বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ভারতে গিয়েছে কি না তা পাসপোর্ট নম্বর ছাড়া নিশ্চিত করে বলতে পারছি না। তবে গত সোমবার এই ইমিগ্রেশন হয়ে ৩২ জন বাংলাদেশি নাগরিক ভারতে গেছেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ