Saturday, July 26, 2025

কারামুক্ত হলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ঈসমাইল

আরও পড়ুন

ময়মনসিংহের হালুয়াঘাটের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. ইসমাইল হোসেন (৩৫) দীর্ঘ ২০ দিন কারাভোগের পর জামিনে কারামুক্ত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় তিনি জামিন লাভ করেন। পরে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্ত হন ইসমাইল।

এর আগে দুপুরে ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলার শুনানি শেষে বিচারক মমতাজ বেগম তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট একেএম মাইনুল হক মিলন জামিনের বিষয়টি নিশ্চিত করে বলেন, মূলত ভিকটিম ইসমাইলের দ্বিতীয় স্ত্রী। ষড়যন্ত্রমূলকভাবে একটি মহলের প্ররোচণায় মামলাটি দায়ের হয়েছে। তবে মামলার শুনানি শেষে বিচারক ইসমাইলকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।

আরও পড়ুনঃ  চাঁদাবাজি মামলায় ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

কারামুক্ত ইসমাইল হোসেন সংবাদমাধ্যমকে বলেন, আমি একটি বিয়ে করেছিলাম। ষড়যন্ত্র করে আমাকে মামলা দেওয়া হয়েছিল। এখন জামিনে মুক্ত হয়েছি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন।

ইসমাইলের ছোট ভাই এনামুল হক বলেন, মিথ্যা ঘটনা সাজিয়ে ষড়যন্ত্রমূলকভাবে মামলাটি করা হয়েছিল। পরে ভিকটিম আদালতে এসে তার জবানবন্দিতে নিজেকে ইসমাইল ভাইয়ের দ্বিতীয় স্ত্রী বলে স্বীকার করেছেন। এর মধ্য দিয়ে আমরা প্রাথমিকভাবে ন্যায়বিচার পেয়েছি। আশা করছি মামলার চূড়ান্ত রায়েও ন্যায়বিচার পাব।

আরও পড়ুনঃ  উন্নত চিকিৎসার অভাবে পা হারাতে পারেন সাকিব

এর আগে গত ১০ জুলাই ভিকটিম কিশোরীর মা বাদী হয়ে ইসমাইলকে আসামি করে হালুয়াঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে ওইদিনই আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

প্রসঙ্গত, আলোচিত ঈসমাইল হোসেন হালুয়াঘাট উপজেলার কালিয়ানীকান্দা গ্রামের বাসিন্দা মো. সুরুজ আলীর ছেলে। তার দাম্পত্য জীবনে প্রথম স্ত্রীসহ দুটি সন্তান রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ