Tuesday, August 12, 2025

পুলিশের সহায়তায় ২৮ অক্টোবরের ঘটনা ঘটানো হয়েছে: রিজভী

আরও পড়ুন

পুলিশের সহায়তায় ২৮ অক্টোবরের ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

সোমবার (২৯ এপ্রিল) সকালে রাজধানীর খিলগাঁও এলাকায় সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ শেষে এ মন্তব্য করেন তিনি। বলেন, যুবলীগ, ছাত্রলীগ যা করছে পুলিশও তাই করছে। সেভাবেই পুলিশকে গড়ে তুলেছে শেখ হাসিনা সরকার। পুলিশকে সত্যের পক্ষে এবং মিথ্যার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান রিজভী।

তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী বেনজীর আহমেদ, আসাদুজ্জামানদের ব্যবহার করেছেন ক্ষমতা আঁকড়ে রাখতে। বেনজীরের মতো অবস্থা সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামানেরও হতে পারে বলে হুঁশিয়ার করেন বিএনপির এই শীর্ষ নেতা।

আরও পড়ুনঃ  চুরির অপবাদে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খতের ভিডিও ভাইরাল

আরও পড়ুনঃ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

থাইল্যান্ডে ৬ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীরা।

দুই ঘণ্টা পর ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। এসময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিসভার সদস্যরা। ছিলেন তিন বাহিনীর প্রধানসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর হাতে ইমাম খুন

প্রধানমন্ত্রীর এবারের সফরে থাইল্যান্ডের সাথে একটি চুক্তি, তিনটি সমঝোতা স্মারক ও একটি আগ্রহপত্র সই হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন শেখ হাসিনা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ