Monday, August 18, 2025

খালেদা জিয়ার ছবি টানিয়ে জামায়াত কর্মীর দোকান দখল বিএনপির

আরও পড়ুন

পিরোজপুরে নাজিরপুর উপজেলা বিএনপি মানছে না তারেক রহমানের নির্দেশনা। নাজিরপুর উপজেলা রামনগর গ্রামের মরহুম সুলতান শেখের পুত্র জামায়াত কর্মী সাইদুল শেখের দোকান ঘর দখল করে শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক জিয়ার ছবি টানিয়ে দখল করে জাতীয়তাবাদী দল ও সকল অঙ্গ দলের কার্যালয় বানানো হয়েছে।

ঘর মালিক জামায়াত কর্মী সাইদুল আমার দেশ প্রতিনিধিকে জানান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক ইস্রাফিল হাওলাদার শেখ মাটিয়া ইউনিয়ন শ্রমিক দল সভাপতি ইজাবুল হাওলাদার (ওরফে রিজু) তার দোকান ঘর দখল করে দলীয় প্রধানদের ছবি সম্বলিত বিলবোর্ড দিয়েছে।

আরও পড়ুনঃ  কচুয়ায় স্বর্ণালংকার ওটাকা চুরি, চোর ধরে গাছের সাথে বেঁধে রাখে স্থানীয়রা

দখলের সময় সাইদুলকে বিএনপি নেতারা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।

ঘর দখল এবং বিএনপির প্রধান নেতাদের ছবি টানিয়ে বিএনপি কার্যালয় দাবি করার কারণ জানতে চাইলে ইস্রাফিল আমার দেশ প্রতিনিধিকে বলেন, সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দিতে আমি বিএনপি করি না, আমি আমার মতে চলবো, আমার ইচ্ছার উপরেই এ এলাকা চলবে।

এ ব্যাপারে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রিয়াজুল ইসলাম ফরাজীর নিকট জানতে চাইলে তিনি বলেন আমি শুনেছি দোকান ঘর দখল করেছে, আমাদের না জানিয়ে বিএনপির কার্যালয় করেছে। তিনি দখলবাজ, কোনো দলের নয়। বিষয়টি জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাদের জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  মোবাইল তুলতে গিয়ে সেপটিক ট্যাংকের ভেতর প্রাণ গেল ৪ যুবকের

এ ছাড়াও নাজিরপুর উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের চালিতাবাড়ি ব্রিজ পেট্রোল পাম্পের সামনে অ্যাডভোকেট হেমায়েত মৃধার

দোকান ঘর গত ৫ আগস্ট ২০২৪ তারিখ হাসিনা পলাতক দিবসে দখল করেছে একই এলাকার মরহুম আফতার ভূঁইয়ার ছেলে বিএনপি নেতা আতিয়ার ভূঁইয়া।

আতিয়ার ভূঁইয়াকে ঘর দখল বিষয় জানতে চাইলে তিনি বলেন ৫ আগস্ট ঘর দখল হয়েছে সত্য, তবে এ সম্পত্তি তাদের।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ