Monday, August 18, 2025

জামাতের সাবেক সহ সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নাই

আরও পড়ুন

জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক মারা গে‌ছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রোববার বি‌কেল চারটার দি‌কে রাজধানীর ইব‌নে সিনা হাসপাতা‌লে তি‌নি শেষ ‌নিঃশ্বাস ত্যাগ ক‌রেন।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এ তথ্য নিশ্চিত করেছেন।

১১ বছর পর ২০২৪ সালের ২৭ ডিসেম্বের দেশে ফেরেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তিনি জানান, আইন অঙ্গনে কাজ করবেন। রাজনীতিতে ফিরছেন না।

আরও পড়ুনঃ  ডাকাতির দায়ে ঢাবি ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রাজ্জাক। মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি দলটির শীর্ষ নেতাদের আইনজীবী ছিলেন। আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর ২০১৩ সালের ১৮ ডিসেম্বর দেশ ছাড়েন তিনি। ওই দিনই ব্যারিস্টার রাজ্জাকের নামে দুটি মামলা হয়।

একাত্তরে স্বাধীনতাবিরোধী ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত জানিয়ে ২০১৯ সালে দলটি থেকে পদত্যাগ করেন। তার অনুসারীরা এবি পার্টি নামে নতুন দল গঠন করে। গত আগস্টে সেই দলও ছেড়েছেন আবদুর রাজ্জাক। দেশে ফিরে বলেছিলেন, প্রতিটি বিপ্লবের পরে সমস্যার সৃষ্টি হয়। তা মোকাবিলায় প্রয়োজন জাতীয় ঐক্য। আইনের শাসন জরুরি। তাহলে রাজনীতি সফল হবে। অর্থনৈতিক উন্নতি হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ