Sunday, August 17, 2025

নতুন প্রজন্ম আন্দোলন করেছিল সংস্কারের জন্য, নির্বাচনের জন্য নয়: আ স ম রব

আরও পড়ুন

জাতীয় সমাজতান্তিক দল- জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব বলেন, ১৯৭১ সালে পাকিস্তান থেকে মুক্ত হতে চেয়েছিলাম। সেজন্য মুক্তিযুদ্ধ করতে হয়েছিল আমাদের। গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজারও জীবনের বিনিময়ে শেখ হাসিনা সরকারের বিদায় হয়েছে। পরবর্তীতে নতুন প্রজন্ম আন্দোলন করেছিল সংস্কারের জন্য, নির্বাচনের জন্য নয়।

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় জেএসডি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নে আ স ম আবদুর রবের বাড়িতে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  বাধ্যতামূলক অবসরে গেলেন আনসারের উপমহাপরিচালক জিয়াউল

রামগতি উপজেলা জেএসডির সভাপতি মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি মিসেস তানিয়া রব, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবি আবদুল্যা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবদুর রহিম, কমলনগর উপজেলার জেএসডির সভাপতি ও হাজিরহাট উপকুল কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব, বড়খেরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুনীর চৌধুরী শামীম, গণঅধিকার পরিষদের রামগতি উপজেলা শাখার সভাপতি রাজু আহমেদ প্রমুখ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ