Sunday, August 17, 2025

সে সময় পাকিস্তানকে যারা সহযোগিতা করেছিল, তারা এখন বড় গলায় কথা বলছে :মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির দুদিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে রাজধানীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “কেউ কেউ এমনভাবে কথা বলছে যেন ১৯৭১ সালে কিছুই হয়নি। সে সময় পাকিস্তানকে যারা সহযোগিতা করেছিল, তারা এখন বড় গলায় কথা বলছে।” তিনি ইতিহাস বিকৃতির চেষ্টাকে প্রত্যাখ্যান করে দেন, “ইতিহাস কেউ পরিবর্তন করতে পারবে না।”

বিএনপির অন্যান্য নেতারা সভায় বলেন, “দলটি যেন ক্ষমতায় যেতে না পারে, সেজন্য ষড়যন্ত্র চলছে। তবে জনগণই এই ষড়যন্ত্র মোকাবেলা করবে।” তারা আরও অভিযোগ করেন, “কিছু গোষ্ঠী শেখ হাসিনার সরকারকে সমর্থন দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করছে। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে জনগণ সক্রিয় হবে, এবং ষড়যন্ত্র ব্যর্থ হবে।”

আরও পড়ুনঃ  স্মৃতিসৌধে আ. লীগের ঝটিকা মিছিল, জনতার ধাওয়া খেয়ে দৌড়

ফখরুল ইসলাম আলমগীর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, “পাকিস্তান এখনও বাংলাদেশের কাছে ক্ষমা চায়নি। যারা তখন হত্যাযজ্ঞে সহায়তা করেছিল, তারা আজ গলা ফুলিয়ে কথা বলছে।” তবে তিনি কারও নাম উল্লেখ না করে বলেন, “তীব্রতা সৃষ্টি করতে চাই না, কিন্তু সত্য ইতিহাস চেপে রাখা যাবে না।”

বিএনপির এই আলোচনায় দলের সিনিয়র নেতা ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ