সেনাপ্রধানের সাথে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহর আলোচনার বিষয়টি জানতো না এনসিপি। এ বিষয়ে দলীয় সভার পর নিজেদের বক্তব্য জানাবে দলটি।
রোববার বিকেলে বাংলামোটর কার্যালয়ে শ্রমিক উইং গঠনের লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী।
নাসিরউদ্দিন পাটোয়ারী জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে কোনো ছাড় দেওয়া হবে না। রাজনীতি বিষয়ে সেনাবাহিনীকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান নাসিরুদ্দিন পাটোয়ারী।
হাসনাতের বক্তব্য রাজনৈতিক স্টান্টবাজি বৈ অন্যকিছু নয়: সেনাসদর হাসনাতের বক্তব্য রাজনৈতিক স্টান্টবাজি বৈ অন্যকিছু নয়: সেনাসদর
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ২০২৪-এর আন্দোলন পরবর্তী রাজনীতির সিদ্ধান্ত রাজনীতিবিদরাই নেবেন। গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দল হিসেবে এনসিপি নানা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। এ কারণে বিভিন্ন ভুল-ত্রুটি থাকলে মানুষকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান তিনি।
আইএসপিআর থেকে কোনো বক্তব্য পেলে দলীয় প্রতিক্রিয়া জানানো হবে বলেও জানান এনসিপি নেতা।