Sunday, August 17, 2025

দুই ঘণ্টায় ঢাকা মেডিকেলে ভর্তি ‘ধর্ষণের শিকার’ ৪ শিশু–কিশোরী

আরও পড়ুন

রাজধানীর খিলগাঁও ও মুগদা এলাকায় পৃথক ঘটনায় চার শিশু–কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে ওই চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, মুগদা এলাকায় ধর্ষণের শিকার হয়েছে তিনজন। তাদের একজনের বয়স ১৩ বছর, একজনের ১২ ও আরেকজনের ১৫ বছর। খিলগাঁওয়ে ধর্ষণের শিকার কিশোরীর বয়স ১৫ বছর।

এদের মধ্যে সকাল ১০টার দিকে একজন, বেলা ১১টার দিকে একজন, সাড়ে ১১টার দিকে একজন ও আরেকজনকে ভর্তি করা হয় দুপুর ১২টার দিকে। তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  মুক্তিযোদ্ধা কোটার শিক্ষকদের তালিকা পাঠানোর নির্দেশ

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস মাহমুদ জানান, ধর্ষণের শিকার ১৫ বছরের এক কিশোরীকে সকাল ১০টার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তাকে ভর্তি রাখা হয়েছে।

এ ছাড়া মুগদা থানার এসআই তৌহিদুল ইসলাম ১৫ বছরের একটি কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তাকে ভর্তি করা হয়েছে।

মুগদা থানার এসআই মো. শাফায়েত ১৩ বছরের (সনাতন ধর্মাবলী) একটি শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে তাকে ভর্তি করেন চিকিৎসকেরা।

আরও পড়ুনঃ  সাবেক এমপিসহ ১৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

আর মুগদা থানার এসআই মো. আল আমিন ১২ বছরের এক শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। চিকিৎসকেরা তাকে ভর্তি রাখেন শারীরিক পরীক্ষা ও চিকিৎসকার জন্য।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে খিলগাঁও থেকে এক কিশোরী ও মুগদা এলাকা থেকে তিন শিশু–কিশোরীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তারা ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  প্রাথমিকের তৃতীয় ধাপে ফাঁস হওয়া প্রশ্ন সমাধান করেন ঢাবি শিক্ষার্থী, ১৪ লাখে চুক্তি

পরিদর্শক মো. ফারুক জানান, জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রথমে তাদের ওয়ার্ডে ভর্তি দেন। পরীক্ষা–নিরীক্ষা হলে পরে তাদেরকে ওসিসিতে রেফার্ড করা হবে ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ