২৪-এর ছাত্র জনতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বিয়ের পিঁড়িতে বসেছেন। বিষয়টি তিনি নিজেই তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নিশ্চিত করেছেন।
শুক্রবার রাফি তার ফেসবুকে হবু স্ত্রীর ছবি পোস্ট করে লিখেছেন, “আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য।
জানা গেছে, রাফির স্ত্রী জান্নাতুল ফেরদৌস মিতুর বাড়ি বরগুনার সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়ার গাবতলায়। তার মা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাবা মো. জাকির হোসেন একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
বিয়ের বিষয়ে জানতে চাইলে মিতুর বাবা মো. জাকির হোসেন বলেন, “পারিবারিকভাবেই রাফি ও মিতুর বিয়ে হচ্ছে। তবে আনুষ্ঠানিকতার তারিখ ও স্থান পরে জানানো হবে।”
বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, মিতু বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির জন্য ঢাকায় কোচিং করতে গেলে সেখানেই রাফির সঙ্গে পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় প্রেমে রূপ নেয় এবং পরিণতি পায় বিয়েতে।