Tuesday, August 12, 2025

গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

আরও পড়ুন

নরসিংদীর বেলাবতে এক গার্মেন্টস্ কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন রাজু (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ মার্চ) দুপুরে গ্রেপ্তারের পর তাকে জেল হাজতে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া দেলোয়ার হোসেন রাজু উপজেলার বেলাব মাটিয়াল পাড়ার নুরুল ইসলামের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আমলাব ইউনিয়নের পাহাড় উজিলাবো এলাকায় স্বামী পরিত্যক্তা এক নারী তার ছেলে-মেয়ে নিয়ে নরসিংদীর বড়ইতলা নামক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সেখানে একটি গার্মেন্টসে চাকরি করেন ওই নারী। সেখান থেকেই মোবাইলে পরিচয় হয় বেলাবো উপজেলার দক্ষিণ বটেশ্বর এলাকার শহিদ উল্লাহর ছেলে শাহজাহানের (৩৫) সঙ্গে।

আরও পড়ুনঃ  ভোটের ওপর আস্থা ফিরেছে মানুষের: ইসি আলমগীর

এমতাবস্থায় শাজাহান ওই নারীকে গত শুক্রবার সন্ধ্যায় বারৈচা বাসস্ট্যান্ডে নিয়ে আসে। সন্ধ্যায় বাসস্ট্যান্ডের অদূরে একটি এনজিও অফিস কক্ষে নিয়ে শাহজাহান ও এনজিওর কর্মচারী দেলোয়ার হোসেন রাজু মিলে পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করে।

ঘটনার এক দিন পর রোববার (১৬ মার্চ) বেলাবো থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। এরপর দুপুরে দেলোয়ার হোসেন রাজুকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরেক আসামি ধরতে চেষ্টা অব্যাহত আছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ