Monday, March 17, 2025

চিন্তায় জয়ের বয়স এক ধাক্কায় বেড়েছে ৭ বছর: কনক সরওয়ার

আরও পড়ুন

শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়ের গত ৭ মাসে এক ধাক্কায় ৭ বছর বেড়ে গেছে বলে দাবি করেছেন প্রবাসী ও অনলাইন অ্যাকটিভিস্ট ড. কনক সরওয়ার।

রোববার (১৬ মার্চ) তার ভেরিফাইড ফেসবুক পোস্টে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ার ডালাস শপিং সেন্টারে অবস্থানের ছবি প্রকাশ করে তিনি এ কথা বলেন।

ছবিতে দেখা যায়, সজিব ওয়াজেদ জয় খুব মনোযোগ দিয়ে তার মোবাইলের স্কিনের দিকে চেয়ে রয়েছেন। এছাড়া তার চেহারায় চিন্তার ভাঁজ পড়েছে।

আরও পড়ুনঃ  অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে আজহারীর পোস্ট

ড. কনক সরওয়ার পোস্টে লিখেন, বাংলাদেশের জনগণের অন‍্যতম সম্পদ লুণ্ঠনকারী পলাতক হাসিনার পুত্র এখন নি:সঙ্গ! আওয়ামী লীগের জন‍্য ছোট হয়ে আসা পৃথিবীতে নিজের ভবিষ্যৎ নিয়েও তার চেহারায় আছে উদ্বিগ্নতার ছাপ। মাত্র ২২১ দিন আগের যে ঔদ্ধত্যপূর্ণ জীবন- হম্বিতম্বি সব শেষ। গত ৭ মাসে তার বয়সও যেন এক ধাক্কায় ৭ বছর বেড়ে গেছে।

সর্বশেষ সংবাদ