Monday, April 28, 2025

নর্থ সাউথের শিক্ষার্থীদের ‘টোকাই’ বলে সারজিস অপমান করেছেন: ছাত্রদল

আরও পড়ুন

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, সারজিস আলম তার ফেসবুকে স্ট্যাটাসে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী, দুষ্কৃতকারী ও টোকাই বলে দেশের সকল শিক্ষার্থীদের অপমান করেছেন। আমরা তার বক্তব্যের তীব্র নিন্দা জানাই। সারজিস আলামের এই বক্তব্যকে জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নজিরবিহীন ত্যাগকে অপমান করা হয়েছে। আমরা তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

শুক্রবার (৭ মার্চ) বিকাল ৩টায় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে আয়োজিত ছাত্রদলের জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন রাকিব। দেশের চলমান অবস্থা, ছাত্ররাজনীতি ও সমসাময়িক বিষয়াবলী নিয়ে এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।

আরও পড়ুনঃ  মাগুরায় ‘ধর্ষণে’র শিকার শিশুটি বেঁচে আছে: পুলিশ

এতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর হামলার ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদলকে জড়িয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বক্তব্যের নিন্দা জানিয়ে রাকিবুল ইসলাম রাকিব বলেন, বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ঘটনা ঘটলেই ছাত্রদলের নাম জড়িয়ে বলা হয়, যা উদ্বেগজনক।

সর্বশেষ সংবাদ