Monday, August 18, 2025

মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণ: মামলা না হলেও অভিযুক্ত হিটু মিয়া আটক

আরও পড়ুন

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হিটু মিয়াকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল রাতে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।

গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) ঘটনাটি ঘটে মাগুরা শহরের নিজনান্দুয়ালী চরপড়া এলাকায়। এ ঘটনায় শিশুটির বড় বোনের শ্বশুর হিটু মিয়াকে অভিযুক্ত করা হয়।

বৃহস্পতিবার রাতে মাগুরা সদর থানার সামনে বিক্ষোভ করে সাধারণ জনতা। এসময় তারা ধর্ষণের সাথে জড়িত অভিযোগ করে হিটু মিয়ার শাস্তির দাবি জানায়।

আরও পড়ুনঃ  কাকরাইল মসজিদে সাদপন্থিদের সব ধরনের জমায়েত নিষিদ্ধ

পুলিশ জানায়, কয়েকদিন আগে শিশুটি তার বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। সেখানে শিশুটিকে একা পেয়ে বৃহস্পতিবার দুপুরে বোনের শ্বশুর হিটু মিয়া তার ওপর পাশবিক নির্যাতন চালায়। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে শিশুটির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়। বর্তমানে শিশুটি আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে, অভিযুক্ত হিটু মিয়াকে আটক করা হলেও এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ