Monday, August 18, 2025

পিনাকী ভট্টাচার্য এ যুগের আবু তালেব হতে পারেন: ইয়াহইয়া তাকী

আরও পড়ুন

বিশিষ্ট ইসলামী বক্তা ইয়াহইয়া তাকী সম্প্রতি বলেছেন, “পিনাকি ভট্টাচার্য ইসলামের প্রতি গভীর ভালোবাসা ও অবদানের কারণে এই যুগের আবু তালেব হতে পারেন।”

তিনি উল্লেখ করেন, আবু তালেব নিজে ইসলাম গ্রহণ না করলেও ইসলামের প্রতি তার অবদান ছিল অপরিসীম।

তিনি আরও বলেন, “মুশরিক থাকা সত্ত্বেও আবু তালেব ইসলামের জন্য অনেক কিছু করেছেন। পিনাকি ভট্টাচার্যও বাংলাদেশের মানুষের জন্য সত্যি তথ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।”

ইয়াহইয়া তাকী আরও স্মরণ করেন, ৮ বছর আগে পিনাকি ভট্টাচার্যের বই “মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম” পড়েছিলেন, যেখানে স্বাধীনতার যুদ্ধে মুসলিম মুজাহিদদের ভূমিকা এবং ইসলামের অবদান সম্পর্কে বিশদ তথ্য ছিল।

আরও পড়ুনঃ  এবার প্রকাশ্যে ঢাবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিবগাতুল্লাহ

তিনি আবু তালেবের একটি ঘটনা তুলে ধরেন, যেখানে রাসূলুল্লাহ (সা.) গভীর রাতে আবু তালেবের কাছ থেকে নিরাপত্তা পেতে যান। তখন রাসূলুল্লাহর (সা.) জীবন রক্ষায় নিজের বিছানা ছেড়ে দেন আবু তালেব, যা ইসলামের প্রতি তার গভীর ভালোবাসা ও ত্যাগের প্রমাণ।

ইসলামের জন্য আবু তালেবের অবদান অনস্বীকার্য। তার মতো পিনাকি ভট্টাচার্যও ইসলামের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এমনটাই বিশ্বাস করেন তিনি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ