Monday, July 28, 2025

আবারও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে লাশ উদ্ধার

আরও পড়ুন

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরের দোগাছি এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে মহাসড়কের মাওয়ামুখী সার্ভিস লেনের পাশের ফুটওভার ব্রিজের নিচ থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়.!

পুলিশ জানায়, স্থানীয়রা প্রথমে রাতে অন্ধকারের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে খবর দেয় পুলিশকে। পরে পুলিশ এসে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় সনাক্ত করা যায়নি। তবে নিহতের শরীরে কোনো আঘাতে চিহ্ন রয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ  ফ্যাসিস্টের-দোসরের অভিযোগ : নিজের অবস্থান স্পষ্ট করলেন ফারুকী

বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ুম উদ্দিন চৌধুরী জানান, নিহতের মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। এ ঘটনায় বিষয়টি খতিয়ে দেখে, নিহতের নাম পরিচয় সনাক্তের চেষ্টা চালানো হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিচয় সনাক্ত হলে মরদেহ হস্তান্তর করা হবে স্বজনদের কাছে। পরবর্তীতে নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী তদন্ত সাপেক্ষে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ