Wednesday, January 8, 2025

কনে নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল বাবার

আরও পড়ুন

কনে নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল বাবার
ঢাকার ধামরাইয়ে বরের বাড়ি থেকে মেয়ে নিয়ে আসার পথে বেপরোয়া গতির ট্রাকের চাপায় প্রাণ গেল কনের বাবা মোহন মিয়ার (৫৫)। এ সময় নিহতের ভাগিনা সোহেল রানা (৩৫) আহত হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কসমস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় কনেসহ অন্যরা প্রাইভেটকারে ছিলেন।

নিহত মোহন মিয়া মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার রওহা গ্রামের আসাদ উদ্দিনের ছেলে।

আরও পড়ুনঃ  শুক্রবার সকালে ১৩ অঞ্চলে ঝড়ের আভাস

ফায়ার সার্ভিস জানায়, সাভারে মেয়ের বিয়ে শেষ করে মোহন মিয়া ও তার ভাগিনা মোটরসাইকেলে মানিকগঞ্জে যাচ্ছিলেন। এ সময় ধামরাই কসমস এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোহন মিয়া মারা যান এবং তার ভাগিনাকে আহত অবস্থায় উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সোহেল রানা ঢাকা পোস্টকে বলেন, পথচারীদের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মোটরসাইকেল চালক সোহেলকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সরকারের প্রশংসা করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

এ সময় তিনি নিহতের স্বজনদের বরাত দিয়ে বলেন, গতকাল সাভারে মোহনের মেয়ের বিয়ে হয়েছিল। আজ রাতে মেয়েকে নিয়ে তিনি মানিকগঞ্জে ফিরছিলেন বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

সর্বশেষ সংবাদ