Wednesday, March 19, 2025

কদমতলীতে ঘরে ঝুলছিল যুবকের মরদেহ

আরও পড়ুন

রাজধানীর কদমতলী থানার জুরাইন আলমবাগ এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাদ্দাম (২৬) একটি টেইলার্সের দোকানে কাজ করতেন।

শনিবার (২৩ নভেম্বর) ভোররাতে অচেতন অবস্থায় সাদ্দামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাদ্দামের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার বাকুদিয়া গ্রামে। তার বাবার নাম আনার মেকার। তিনি বর্তমানে কদমতলী থানার জুরাইন আলমবাগ গ্যাস পাইপ রোড এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।

আরও পড়ুনঃ  চাঁদা না পেয়ে টিসিবি ডিলারের প্রতিনিধিকে মারধর, গোডাউনে বিএনপি নেতার তালা

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর রাতের দিকে সাদ্দাম নামের ওই যুবককে অচেতন অবস্থায় কদমতলী থানার কনস্টেবল হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে ওই যুবক আত্মহত্যা করেছেন। বিষয়টি কদমতলী থানা পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ সংবাদ