Tuesday, July 29, 2025

আসামি ধরতে গিয়ে মারধরের শিকার দুই পুলিশ কর্মকর্তা

আরও পড়ুন

ফরিদপুরে শহরে গ্রেফতারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন কোতোয়ালি থানার পুলিশ। আসামির স্বজনদের হামলায় ফরিদপুর কোতোয়ালি থানার এসআই ফাহিম ফয়সাল তরফদারসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহত অপর পুলিশ কর্মকর্তার নাম কর্ণ কুমার হালদার। তিনি একই থানায় এএসআই পদে কর্মরত আছেন।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের গোয়ালচামট খোদাবক্স রোড এলাকায় আসামি রাব্বী হাসান বাপীর (৩০) বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসতে সক্ষম হয়। রাব্বী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

আরও পড়ুনঃ  শহীদের রক্তের সঙ্গে বেইমানি করলে কাউকে ছাড়া হবে না: নুর

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাব্বী হাসানকে ধরতে ফরিদপুর কোতোয়ালি থানার তিন পুলিশের একটি দল গোয়ালচামট মহল্লা এলাকার খোদাবক্স রোডের বাসায় যায়। এ দলে ছিলেন এসআই ফাহিম এবং দুই এএসআই কর্ণ ও সেলিমুজ্জামান। বাড়িতে গিয়ে তাকে আটক করেন। নিয়ে আসার সময় তারা প্রতিরোধের মুখে পড়েন।

এ সময় রাব্বীকে ছিনিয়ে নিতে প্রতিবেশী শেখ রুস্তম (৩০) এসআই ফাহিমের বাম চোখে ঘুষি মারে। এতে তার চোখ ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় আসামি রাব্বি এএসআই কর্ণকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি সামান্য আহত হন। ফাহিম ও কর্ণকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ধর্ষণের পর সালিসি বৈঠকে অপবাদ, মানসিক চাপে কিশোরীর আত্মহত্যা

কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান সাংবাদিকদের বলেন, রাব্বীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ছাড়া যে ব্যক্তি (শেখ রুস্তম) এসআই ফাহিমকে ঘুষি মেরেছে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে রাব্বি ও তার সহযোগীদের বিরুদ্ধে নতুন করে একটি মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ