Saturday, July 26, 2025

মহেশপুর সীমান্তে ৪৬ স্বর্ণের বারসহ আটক ২

আরও পড়ুন

ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ৫ কেজি ৪৭৮ গ্রাম ওজনের ৪৬টি স্বর্ণের বারসহ দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। সোমবার (১৮ নভেম্বর) বিকাল ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী সামন্তা রায়পুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত হলেন- ঝিনাইদহের মহেশপুর উপজেলার ছয়ঘড়িয়া রায়পুর গ্রামের মৃত রজব আলী মন্ডলের ছেলে মো. আব্দুল কাদের মন্ডল (৬০) এবং রায়পুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে মো. দুলাল (৪৮)।

আরও পড়ুনঃ  ১৪ জন নেতাকর্মী নিয়ে ধানমন্ডিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল

বিজিবির মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, সামন্তা এলাকা দিয়ে কিছু চোরাকারবারী বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার করবে। এ প্রেক্ষিতে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের দিকনির্দেশনায় অধীনস্থ সামন্তা বিওপি’র একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ রায়পুর গ্রামের মো. আলতাফ হোসেনের ধান ক্ষেতের মধ্যে অবস্থান করে। গোয়েন্দা তথ্যের বর্ণনা মোতাবেক আনুমানিক বিকেল ৫টার দিকে দুইজন ব্যক্তিকে পায়ে হেঁটে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে।

আরও পড়ুনঃ  ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

এ সময় চোরাকারবারীরা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি টহলদল তাদেরকে ধাওয়া করে আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশি করে কোমরে সুকৌশলে লুকানো অবস্থায় সর্বমোট ৪৬টি স্বর্ণের ফ্লাটবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ৫ কেজি ৪৭৮ গ্রাম এবং বর্তমান বাজারমূল্য প্রায়- ৫ কোটি ৯৫ লাখ ৫৩ হাজার ২১০ টাকা।

বিজিবি জানান, শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন ও নিজ জিম্মায় রাখার অপরাধে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ